BREAKING NEWS

6/recent/ticker-posts

মহালয়ার প্রাক্কালে সামাজিক চেতনা ||সমাজ পরিবর্তন হচ্ছে ||

ওরা ছাত্র, হ্যাঁ সমাজ পরিবর্তন হয় ওদের হাত ধরেই। কোন প্রচার নেই, কোন রাজনৈতিক চিন্তা থেকেও নয়।শুধু মাত্র কেন যে ওরা এই সিদ্ধান্ত নিলো এই বয়সে সেটা ওরাই জানে।  মহালয়ার সকালে বিভিন্ন নদীর ঘাটে ভিআইপি ব্যক্তিত্বদের দেখবেন দান ধানের ছবি কারন সেখানে থাকবে মিডিয়ার প্রচার। আর তার অনেকটাই দূরে ওরা বার্তা দিচ্ছে সমাজ কে পরিবর্তন করার।  আয়ুস মুখার্জী, কুবের কর্মকার,শিবম ব্যানার্জ্জী ও সৌম্যব্রত ভাদুড়ী ওরা চারজন ছাত্র রাতের অন্ধকারে নিজেদের আতশবাজির কেনার টাকায়  আতশবাজি না কিনে গরীব মানুষদের নিঃস্বার্থে কিছু সহযোগিতা করার উদ্দেশ্যে দুর্গাপুর স্টেশন সংলগ্ন এলাকায় বাড়ির পুরনো জামা কাপড় কিছু খাবার দাবার নিয়ে হাজির হয়ে গেল।আর মানুষের পাশে যখন দাঁড়ানো টা উদ্দেশ্য তখন আপনি বিরিয়ানি নিয়ে তার কাছে গেছেন না গরিবের মুড়ি নিয়ে পৌঁছেছেন সেটা বিচার্য হয় না, সেক্ষেত্রে বিচার্য তাঁদের মানুসিকতা ও আত্মীয়কতা। শারদীয়া দুর্গাপূজো সবার, শারদীয়া পূজায় ভেদভাব সব মিটে যায় সমাজের ধনী থেকে গরিব সর্বস্তরের মানুষের মনে শারদীয়ার আনন্দ বিচরন করে। আর তাই পরিবারের লোকজনদের কাছ থেকে আতশবাজি কেনার টাকাকে সংগ্রহ করে এবং বাড়ির পুরনো জামাকাপড়কে সঙ্গে নিয়ে চারজন ছাত্র রাতের অন্ধকারে তাদের আতশবাজির আনন্দকে ধোঁয়ায় বিলীন না করে প্রকৃত সমাজের মানুষের সাহায্যের আনন্দে মাতিয়ে দিয়ে নিজেদের অনাবিল আনন্দ প্রকাশ করল। 
 মহালয়ার আগের দিন রাত্রে বেলা কচি কাচাদের আতশবাজির আনন্দ সবার জানা কিন্তু আলোক রসনায় না ভেসে অপরের জীবনে একটু আলোর উষ্ণতা দেওয়ার এই প্রচেস্টা ক্ষুদ্র হলেও সমাজ এদের হাত ধরেই পরিবর্তনের পথে। শেষ লাইন একটা lets do for our socity what we want from our socity...

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ