BREAKING NEWS

6/recent/ticker-posts

জনতার রায়ে শ্রেষ্ঠ তারা || দুর্গাপুরের দুর্গাপূজা কার্নিভাল ২০২৪

জনতার বিচারে তারাই শ্রেষ্ঠ। দুর্গাপুজোর দুর্গাপুরের কার্নিভাল কে কেন্দ্র করে যে সরকারি অ্যাপ তৈরি করা হয়েছিল তাতে যে পরিমান ভোট দিয়েছেন সাধারণ মানুষ সেই বিচারে শ্রেষ্ঠত্বের আসন কিন্তু লাভ করেছে শংকরপুর সার্বজনীন দুর্গোৎসব কমিটি। ৪৫ হাজার মানুষের যে ভোট দান প্রক্রিয়া এই অ্যাপের মাধ্যমে জমা পড়েছে তাতে ৪,৩২৬ টি ভোট পেয়ে জনতার বিচারে শ্রেষ্ঠ হয়েছে শংকরপুর। আর কার্নিভালের মঞ্চের পুরস্কার বিতরণ এর শেষে যখন জনতার বিচারের শ্রেষ্ঠ দুর্গাপুজোর ঘোষণা করা হলো তখন স্বাভাবতোই এই কথা উঠে এলো যে এ বছর শংকরপুর তাদের অভিনবত্বের ছাপ রেখে গেল দুর্গাপুরের দুর্গাপুজোয়।এবছর তাদের 25 বছর পূর্তি আর এ বছরই তারা গোটা দুর্গাপুর শিল্পাঞ্চল সহ আশেপাশের অঞ্চলে তাদের মন্ডপের নাম ছড়িয়ে দিয়েছেন সাধারণ দর্শণার্থী দের ভালোবাসায়।পূজোর নবমী দশমী এই দিনগুলোতে তাদের মণ্ডপে জনপ্রাবন মানুষের ভোটে সেই স্বীকৃতির রূপ দিয়েছে স্বতঃস্ফূর্ত ভাবে।
বড় বড় পূজা কমিটি গুলো কেও এবছর শঙ্করপুর এর পূজার দর্শণার্থী দের ভিড় বলে দিয়ে গেছে এবছর রেসের কালো ঘোড়া কিন্তু শঙ্করপুর। ২৫ হাজার টাকার পুরস্কার মূল্যের চেক ও স্বীকৃতি নিয়ে যখন মঞ্চে কমিটির কর্মকর্তারা তখন তাঁদের হাসি তাঁদের সাফল্যর কথা বলে।।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ