BREAKING NEWS

6/recent/ticker-posts

এলাকায় শোকের ছায়া পথে নারী শক্তি,নবমীর দুপুরে দূর্গা বিসর্জন ?

নবমীতেই দুর্গার বিসর্জন হয়ে গেল বিষাদের সুর এলাকাজুড়ে। যখন কুমারী পুজোর নির্ঘন্টে পূজার রকমারিতে ব্যস্ত বঙ্গবাসী ঠিক তখনই মর্মান্তিক এক পথ দুর্ঘটনায় ছোট ফুটফুটে দুটি কুমারী  দুর্গার বিসর্জন হয়ে গেল উচ্চ গতিতে চলা রেসিং বাইকের দাপটে। কোকেওভেন থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে এলাকাবাসী তাদের ক্ষোভ উগরে দেন পুলিশের সামনেই।এলাকার মহিলারা রাস্তায় বসে পথ আটকে তাদের বিক্ষোভ প্রদর্শন করেন যার ফলে দুর্গাপুর ব্যারেজ থেকে মুচিপাড়া গামী রাজ্যসড়ক অবরুদ্ধ হয়ে পড়ে।রাস্তার দু'ধারে দূরপাল্লার সমস্ত বাস, ট্রাক থেকে শুরু করে সকল প্রকার যান বাহন অবরুদ্ধ হয়ে পড়ে। এলাকার মহিলা থেকে শুরু করে সমস্ত মানুষের দাবী যে রাস্তাতে অতি অবিলম্বে বাম্পার দিতে হবে ও যতক্ষণ না বাম্পার দেওয়া হচ্ছে  সেই সময়ে গার্ড রেল ও পর্যাপ্ত পুলিশি ব্যবস্থা করতে হবে। পরে কোক ওভেন  থানার পুলিশের মধ্যে মধ্যস্থতায় বিক্ষোভ উঠে গেলেও।  এলাকাবাসী এলাকা তাদের দাবি ও ক্ষতিপূরণের বিষয়ে সোচ্চার হন। এই পথ দুর্ঘটনায় এলাকাবাসী দাবি করেন যে  একটি পরিবারের দুটি সন্তান একসঙ্গে চলে যাওয়া যথেষ্ট মর্মান্তিক। এলাকাবাসী বলেন সুকান্তপাল্লির বাসিন্দা সঞ্জয় শোনকার এর পাঁচ বছর বয়সী অর্পিতা শোনকার এবং ১২ বছর বয়সী আঁচল শোনকার নামের বাচ্চা মেয়ে দুটির পরিবার কে সরকার যেন সহযোগীতা ও ক্ষতিপূরণ এর বিষয় টি মানবিকতার সঙ্গে দেখে। ধৃত বাইক আরোহী স্থানীয় রবীন্দ্র পল্লীর বাসিন্দা বলে অসমর্থিত সূত্রে জানা যায়। বাইক সমেত আরোহীকে কোক ওভেন থানার পুলিশ তাদের হেফাজতে থানায় নিয়ে যাই। বাইক আরোহীর নাম অভিষেক মন্ডল, ৩২ বছর বয়সী বলে জানা গেছে। এলাকার মহিলারা তারা তাদের সন্তানের সুরক্ষার বিষয়ে যথেষ্ট চিন্তিত দেখায় এবং তাদের দাবি তাদের সন্তানরা যখন স্কুল যায় তখন চরম নিরাপত্তা হীনতায় তাদেরকে রাস্তা পারাপার হতে হয় অতিরিক্ত গতির যানবানের সামনে। আজকের নিহত বাচ্চা দুটি যখন সুকান্ত পল্লী থেকে প্রগতি পল্লী যাছিল সেই সময় এই দুর্ঘটনা ঘটে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ