দুর্গাপুর বাজারের এখন খবর শিরোনাম কি জানেন ? খবরটা এখন ব্রেকিং নিউজ এর মতো মানুষজন বলছে। টাস্কফোর্স কি আছে ? কালোবাজারি হচ্ছে কিনা কে দেখবে? নজরদারি কারা করে? ক্রেতা সুরখ্যা দপ্তর টা কি কাজ করছে?এই কথা গুলো আজ বাজারের সব থেকে গরম বিষয়। এই বছর একদিকে বন্যা পরিস্থিতি আর তার সঙ্গে দুর্গাপূজার প্রস্তুতি দোরগোড়ায় এমতো অবস্থায় গৃহস্থ্যের হেঁসেলে ত্রাহিমাম ধ্বনি। বাজারে ঢুকলে সাধারণ মানুষের আজ ১০০০ টাকাতেও দুটি ব্যাগ ভর্তি হচ্ছে না। এমন পরিস্থিতি তে প্রশ্ন উঠছে কয়েক মাস আগে মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেই যেখানে বিভিন্ন বাজারে বিভিন্ন দপ্তরের আধিকারিক দের অবস্থান দেখা যাছিল আজ তাঁদের ভূমিকা কোথায় ? শুধু মাত্র মুখ্যমন্ত্রীর নির্দেশ এলে তবেই কি দু একদিনের জন্যে বাজারের সঠিক মূল্যে জিনিস ক্রয় বিক্রয় হচ্ছে কিনা সেটি দেখতে ও খবরের শিরোনামে উঠতে তাঁদের দেখা পাবে সাধারণ মানুষ না সারা বছর জুড়ে তাঁদের অভিয়ান দেখা পাওয়া যাবে এই প্রশ্ন আজ সব থেকে প্রাসঙ্গিক?
সবজি বাজার গুলিতে লাগাম ছাড়া দাম এর নিয়ন্ত্রণ না থাকার ফলে বাজারে পেঁয়াজ ৭০/৮০ টাকা কেজিতেও বিক্রয় হচ্ছে। এছাড়া টমেটো ৮০ ঘরে দুর্দান্ত বেটিং করছে। মধ্যবৃত্ব দের ঘরের এক অতি প্রয়োজনীয় সবজি আলু সেও ৩২ টাকা কেজি তে বিক্রি হচ্ছে, পটল ৪০ টাকা কেজি, ফুলকপি ৪০ টাকা প্রতিপিস, বাঁধাকপি ৪০ টাকা কেজি যার ফলে সাধারণ মানুষের নাভিশ্বাস উঠেছে বাজারের ব্যাগে।কিন্তু কে দেখবে? কোন নেতা আওয়াজ তুলবেন এই বিষয় গুলো নিয়ে? পুজোর সময় কি একটু ভালো খেয়েপড়ে বাঁচবে সাধারণ মানুষ?
Rg kar কাণ্ড we want justice এর পড়ে মানুষ চাইছে বিচার হোক মাধ্যবিত্ত এর হেঁসেলের।
0 মন্তব্যসমূহ