BREAKING NEWS

6/recent/ticker-posts

দুর্গাপূজার প্রস্তুতি নিয়ে বৈঠক দুর্গাপুরের মিউনিসিপালিটি সভাঘরে

দুর্গাপূজার কাউন্টাডাউন শুরু। আর হাতেগোনা কটা দিন আর কয়েক ঘণ্টার পরেই শুরু হতে চলেছে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। জেলার বন্যা পরিস্থিতির পরে এই দুর্গা পুজোকে কেন্দ্র করে প্রশাসনিক কর্তা ব্যক্তিদের মধ্যে ব্যস্ততা চরম তুঙ্গে।রাজ্যের প্রতিটি জেলায় মুখোমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে প্রশাসনিক কর্তা ব্যক্তিরা আসন্ন দুর্গাপূজার প্রস্তুতি নিয়ে যেমন তাঁদের হোম ওয়ার্ক করতে ব্যাস্ত। সেরকম ই দুর্গাপুর আসানসোল কে কেন্দ্র করে যে দুর্গাপূজা গুলি হয় ও দুর্গাপূজার পরবর্তী কালে দুর্গাপুর এ যে কার্নিভালের আয়োজন করা হয়ে থাকে সেই বিষয়ে প্রশাসনিক স্তরে আজ  একটি বৈঠক এ পশ্চিম বর্ধমান এর জেলাশাসক, দুর্গাপুরের মেয়র শ্রীমতি অনিন্দিতা মুখার্জি থেকে শুরু করে দুর্গাপুর পূর্বের বিধায়ক তথা রাজ্যের গ্রাম উন্নয়ন ও পঞ্চায়েত মন্ত্রী শ্রী প্রদীপ মজুমদার, পশ্চিম বর্ধমানের জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী, আসানসোল দুর্গাপুর ডেভলপমেন্ট অথরিটির চেয়েরম্যান কবি দত্ত মহাশয় সহ পুলিশ প্রশাসন এর কর্তাবাক্তিরা তাঁদের কর্ম পদ্ধতির আলোচনা সম্পন্ন করেন ।পশ্চিম বর্ধমান এর জেলাশাসক, মন্ত্রী প্রদীপ মজুমদার ও জেলা সভাপতি সহ আড্ডা র চেয়ারম্যান কবি দত্ত মহাশয় এর এই প্রস্তুতি নিয়ে তাঁদের ভূমিকা য়থেস্ট চোখে পড়ার মতো ছিলো। দুর্গাপুর ও আসানসোল এর এই দূর্গাপূজার সময়ে যানজট থেকে পশ্চিম বর্ধমান বাসির সুরক্ষা প্রতিটি বিষয়ে গুরুত্বপূর্ণ বেশ কিছু বিষয়ে আলোচনা ছাড়াও আগামী প্রস্তুতি নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়ে গেল দুর্গাপুরে। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ