আগামীকাল ২৬ সে সেপ্টেম্বর সাংস্কৃতিক দিক থেকে দুর্গাপুরের সৃজনী প্রেক্ষাগৃহে মঞ্চস্থ হতে চলেছে গৌতম হালদার এর নির্দেশনায় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের "রক্তকরবী"। অনুষ্ঠানটি মঞ্চস্থ করছেন স্বনামধন্য শিল্পী চৈতি ঘোষাল সহ সাংস্কৃতিক জগতের বেশ কিছু গুণীজন। শিল্পী চৈতি ঘোষাল থাকছেন নন্দিনীর ভূমিকায়, এছাড়াও থাকছেন দেবাশীষ মৈত্র, অশোক মজুমদার, অমিত আচার্য, পার্থসারথি উপাধ্যায়, জীবন সাহা, অর্পণ মল্লিক, মনিকা চট্টোপাধ্যায়, পার্থ মুখোপাধ্যায়,রূপম চক্রবর্তী সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। বর্তমানে দুর্গাপুরে বিভিন্ন শিল্পীর সংগীত , নৃত্য, য়ন্ত্র সংগীত এর একক অনুষ্ঠান মঞ্চস্থ হলেও বর্তমান সমাজে সোশ্যাল মিডিয়ার যুগে যুব সমাজ রীলস মুখী সে দিক থেকে নাটক, যাত্রানুষ্ঠান এর গুরত্ব সামাজিক ভাবে জন মানসে ছড়িয়ে দিতে ছদ্মবেশি আয়োজিত চিত্র পরিচালক গৌতম হালদার এর নির্দেশনায় ও সম্পাদনায় এই অনুষ্ঠানের গুরুত্ব সাংস্কৃতিক জগতে অপরিসীম। গানে ও মিউজিক এর আরো যেসব স্বনামধন্য শিল্পীদের ছোঁয়া পাবেন সেই গুনিজন দের মধ্যে অন্যতম ওস্তাদ রশিদ খান,পন্ডিত অজয় চক্রবর্তী,আমাম আলী খান,আয়ান আলী খান,কৌশিকী চক্রবর্তী
0 মন্তব্যসমূহ