BREAKING NEWS

6/recent/ticker-posts

বীরভূম ও বর্ধমান নিয়ে মুখ্যমন্ত্রীর চিন্তা বন্যার জলে ধুয়ে গেল

বীরভূম ও পশ্চিম বর্ধমান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর দলীয় সূত্রে দুই ভাই নিজেদের শারীরিক ও মানসিক ভাবে সার্ভিসিং করে রাজনীতির ময়দানের লড়াই এ ফিরে এসেছেন তাঁদের স্ব মহিমায়। একজন তার দুর্বল হৃদয় এর মেরামত করতে কয়েকদিন জেলার বাইরে ছিলেন। আর অপর একজন রাজনৈতিক ও আইনি লড়াই করলেন জেলা থেকে সহস্র মাইল দূরে বন্দি দশায়। অবশ্য দুজনেই কিন্তু এখন শারীরিক ও মানসিক ভাবে য়থেস্ট স্বস্তিতে তাঁদের জেলায় বিরাজমান। আর এই দুজনের বেশ কিছু মিল মুখ্যমন্ত্রী বেশ কিছু জনসভায় প্রকাশ করেছেন। এই একজন বলতে পশ্চিম বর্ধমানের জেলা সভাপতি নরেন্দ্র নাথ কে নিয়ে প্রশাসনিক সভায় বলেছিলেন যে ভোটের দিন গৃহবান্দি করে রেখেও তো আটকে রাখতে পারেনি তাই তো ওর নাম নরেন্দ্র নাথ আর একজন কে নিয়ে বীরভূম এর ভোটের জনসভায় মুখ্যমন্ত্রী বলেন যে তার প্ৰিয় কেষ্ট মন্ডল কে বীরভূম থেকে দূরে আটকে রাখলেও এই লাল মাটির ভূমি কেষ্ট মন্ডল কে বীরের সম্মান দিয়ে একদিন ফিরিয়ে আনবে। আর অনুব্রতর ক্যামবাক হয়েছেও ঠিক সরকম ই।মুখ্যমন্ত্রী প্রকাশ্য জনসভায় বলেছিলেন লোকসভা ভোটের পরে কেষ্ট মন্ডল কে হয়ত ওরা ছাড়বে আর আজ সেই কেষ্ট মন্ডল বা সবার প্ৰিয় অনুব্রত মন্ডল বীরভূমের মাটিতে। 
আরো একটা মিল এই দুই জন নেতার য়া তাঁদের কর্মী সমর্থক রা দেখাল।একজন শারীরিক অসুস্থতা থেকে অন্ডাল এয়ারপোর্ট এ আসতেই দেখা গেছিল পুষ্প বৃষ্টি আর ব্যানার " love u Captain "।
আর সেদিনের সেই কর্মীদের উন্মাদনা বুঝিয়েছিল মানুষের মনে জায়গা করে নেওয়া জেলা সভাপতির অবস্থান।
আর আজ আর একজন ঘরে ফিরলে বীরভূমের আকাশে বাতাসে সবুজ আবিরে, উৎসব আর মেজাজে ঢাক, ঢোল,শঙ্খধনী তে এক আলাদা আবেগঘন মুহূর্তের সাক্ষী থাকল বীরভূমের বোলপুর নিচুপট্টির ঘর টা। 
অভয়া কাণ্ডের পরে মুখ্যমন্ত্রীর তথা শাসক দল কি কিছুটা স্বস্তিতে ? রাজনৈতিক সচেতন মানুষের অবশ্য এই বিষয়ে নানা বিশ্লেষণ চলছে। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ