BREAKING NEWS

6/recent/ticker-posts

"বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে " ৭৮ তম স্বাধীনতা দিবসের প্রাক মুহুর্তে ভারত মায়ের মাতৃ শক্তি বিচারের জন্য রাস্তায়

আর জি কর মেডিকেল কলেজের ঘটনা নাগরিক সমাজকে একেবারে অরাজনৈতিক ভাবে একসুতোই বেঁধে দিয়ে পথে নামিয়েছে বিচারের জন্যে। আজ রাজ্যের বিভিন্ন প্রান্তে "মেয়েদের রাত দখল" কর্মসূচি  থাকলেও সাম্প্রতিক এই প্রতিবাদে সামিল হয়েছে নারী ও পুরুষ থেকে সমাজের বৃদ্ধ,যুবক প্রত্যেকে। আসানসোল, রানীগঞ্জ, অন্ডাল সর্বর্ত এমন আন্দোলন এমন প্রতিবাদ বিগত এক যুগ স্মৃতি অতীত। সোদপুরের নির্যাতিতা মেয়েটার পরিবারের আজ স্বজন হারানোর সেই য়ন্ত্রনা যেন বাংলার ঘরে ঘরে। একটা রাত্রি বেলার মানুষের প্রতিবাদ আজ ঘরে ঘরে মানুষের দাবী তে পরিণত হয়েছে " বিচার চাই " স্লোগানে। আজ যেন হাজারো মহিলা ডাক্তার ও তার পরিবারের জন্যে মহিলাদের আত্মার ডাক রাতের রাস্তায় স্বাধীনতা দিবসের প্রাক মুহুর্তে এক অন্য সমাজ চেতনার অর্থ বহন করছে। বিচার জন্যে শুধুই নয়, এই লড়াই,এই বিচার চাওয়ার জন্যে পথে নামা তাঁদের প্রত্যেকের ঘরের সেই লক্ষ্মীর সুরক্ষিত জীবনের জন্যে। একজন পিতার তার মেয়ের সুরক্ষিত ভবিষ্যতের জন্যে। আর তাই আজ একজন পিতা তার মেয়ে কে মাথায় করে বেরিয়েছে তার সেই আগামী সুরক্ষিত দিনের জন্যে বিচার চাইতে ।আজ সুচিত্রা সরকারের মতো শিক্ষিত নারী শক্তিরা রাস্তায় নেমে মধ্যে রাত্রে সরকার ও সমাজের কাছে বিচার চাইছে। বেঙ্গল লেন্স এক কোথায় বলতেই পারে এই নারী আন্দোলন এই যুগের শতস্বফুর্ত,অরাজনৈতিক ও ব্যাস্ত জীবনের মধ্যেও মানুষের জীবন কে নাড়িয়ে দিয়ে যাওয়া এক বিচ্ছিন্ন ঘটনা। এরকম ঘটনা সমাজ চাই না। আর আমাদের কামনা আর যেন কোন ঘরের লক্ষ্মীর কোন বাবার রাজকুমারীর সাথে এমন টা আর কোন দিন ফিরে আসুক এই সমাজে নিউজ চ্যানেলের পর্দায়। আর যেন এমন কোন রাত্রে আমাদের ঘরের মা, বোন, বৌ দের ও আমাদের সমাজের নারীশক্তিদের রাস্তায় নামতে না হয় বিচারের জন্যে স্লোগান ও হাতে মোমবাতির শিক্ষার আলোয়।(আপনার সোসাইটির যেকোনো ঘটনা আমাদের হোয়াটস্যাপ করুন ৯৯৩২২৫৭০০৭ নাম্বারে )

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ