দীর্ঘ দুমাসের কাছাকাছি সময় অতিবাহিত হবার পরে আজ জনগণ কাকে দিল্লির মসনদে তাঁদের কথা বলার জন্য পাঠাবে সেটা আর কিছুক্ষন এর অপেক্ষা। সকাল ৮ টা থেকে ফলাফল আসতে শুরু করবে,আর তার আগেই চরম ব্যাস্ততা ও কড়া নিরাপত্তায় আসানসোল ইঞ্জিনিয়ারিং কলেজ এ
দেখা গেল সমস্ত রাজনৈতিক দল গুলির এজেন্ট থেকে কাউন্টিং অফিসিয়াল দের নিরাপত্তা বলয়ের গন্ডি পেরিয়ে গণতন্তের চূড়ান্ত ফলাফল এর দিকে এগিয়ে যেতে।
আর আজ ফলাফলের সেই শেষ লগ্নের মুহূর্তে আজ সকাল থেকে তৃণমূল এর সমস্ত নেতা থেকে কর্মী সবার মধ্যে উদ্দীপ্তনা ছিল চোখে পড়ার মতো। পশ্চিম বর্ধমানের জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী থেকে বারাবনির বিধায়ক বিধান উপাধ্যায় কে দেখা গেল রাস্তায় উদ্দীপ্তনার সাথে দলীয় কর্মীদের কে পোলিং স্টেশন এ পৌঁছে দেবার কাজে।
আজ তৃণমূল কর্মী থেকে নেতৃত্ব কে জয় লাভের জন্যে আত্মবিশ্বাসী দেখা গেল। ভোটের পরে তৃণমূল এর তরফেও শান্তিপূর্ণ ও অবাধ ভোটের দাবী রেখেছিলো রাজ্যের শাসক দল।
এদিকে ভোটের শেষ লগ্নে বিজেপি প্রার্থী সুরিন্দর সিং আলুবালিহা সাংবাদিক বৈঠকে যে আত্মবিশ্বাসের সাথে তিনি তার জয়ের বিষয়ে আশাবাদী বলে জানিয়েছিলেন আজ সেই ফলাফলের দিন। তিনি এও বলেন সেদিন যেরকম শান্তি পূর্ণ ভোট আসানসোল কেন্দ্রে হয়েছিল অতীতে সেরকম দেখা যায় নি। সন্ত্রাস মুক্ত ভোট তার লক্ষ্য ছিল সেই দিক থেকে তিনি খুশি অর্থাৎ তার আসানসোল কেন্দ্রের আসনে শাসক দলের ভোটের সন্ত্রাস এর দিকে তার অভিযোগ এর তীর কিছুটা হলেও কম।
এদিকে ভোটের শেষ লগ্নে বিজেপি প্রার্থী সুরিন্দর সিং আলুবালিহা সাংবাদিক বৈঠকে যে আত্মবিশ্বাসের সাথে তিনি তার জয়ের বিষয়ে আশাবাদী বলে জানিয়েছিলেন আজ সেই ফলাফলের দিন। তিনি এও বলেন সেদিন যেরকম শান্তি পূর্ণ ভোট আসানসোল কেন্দ্রে হয়েছিল অতীতে সেরকম দেখা যায় নি। সন্ত্রাস মুক্ত ভোট তার লক্ষ্য ছিল সেই দিক থেকে তিনি খুশি অর্থাৎ তার আসানসোল কেন্দ্রের আসনে শাসক দলের ভোটের সন্ত্রাস এর দিকে তার অভিযোগ এর তীর কিছুটা হলেও কম।
আর তাই আজ ভোটের ফলাফল যে দিকেই যাক এই রায় যে জনতার রায় সে বিষয়ে তৃণমূল ও বিজেপি দু পক্ষই স্বীকার করবেন বলে অনুমান করা যেতে পারে।
0 মন্তব্যসমূহ