BREAKING NEWS

6/recent/ticker-posts

ভোটগ্রহন কেন্দ্রের দিকে মমতার সেনাপতি নরেন্দ্রনাথ

আজ তার মুখে চওড়া হাসি আজ তার পরিতৃপ্তি বলছে তার মাসাধিক কালের পরিশ্রম হয়ত সফলতার দিকে। যার জন্য অপেক্ষা 4 জুন এর কিন্তু তিনি দীর্ঘ একমাসের বেশি সময় ধরে দলকে জয়ের দিকে এগিয়ে নিয়ে গেছেন চোয়াল শক্ত করে । আর তাই তৃণমূল নেত্রী তার প্রিয় নরেন কে আদর করে বলেন লক্ষ্য নরেন । এই সময় তার নেতৃত্বে দল যেমন ধীরে ধীরে সমৃদ্ধ হয়েছে, তেমনি দল সংঘবদ্ধ হয়েছে । তিনি একাই গ্রামের পর গ্রাম চষে বেড়িয়েছেন দলের প্রার্থীদের জেতানোর উদ্যেশ্যে। কখন আসানসোল, কখন দুর্গাপুর দলীয় পার্থি কে নিয়ে করেছেন জনসভা থেকে পথসভা। দিদির কর্মসূচি হোক বা দেব কে নিয়ে উন্মাদনা সব কিছুতেই নরেন্দ্রনাথ যেন মুখ্যভূমিকায় ।
আজ নিজের সকাল 8.30 মিনিটে তিনি ঘর থেকে তার  বাসভবনের সামনে বাকোলা বালুডাঙ্গা শিশুশিক্ষা কেন্দ্রের 275 নাম্বার বিধানসভার অন্তর্গত 87 নাম্বার বুথে সস্ত্রীক ভোট দিয়ে তিনি বলেন তৃণমূল আজ জয়ের পথে আর এই জন্য তৃণমূলের নরেন্দ্রনাথ প্রধান মন্ত্রী নরেন্দ্রনাথ কে তার 7 দফা ভোট করবার জন্য ধন্যবাদ দেন তিনি ।
বর্ধমান দুর্গাপুর লোকসভার এর বিরোধী দলের পদ্ম শিবির যখন কাল রাত্রি অব্দি বুথ এজেন্ট নিয়ে কপালে চিন্তার ভাঁজ ফেলেছেন নরেন্দ্রনাথ তার নিপুণ দক্ষতায় দলকে নিখুঁত চিত্রনাট্যে সাজিয়ে আজ সকাল সকাল ভোটগ্রহণ কেন্দ্র থেকে এলাকা পরিদর্শনে বের হন তিনি । বিরোধী দলের এজেন্ট বসতে না পারার বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন যেখানে বিরোধী দলের এজেন্ট বসতে পারছেন না তাকে জানলে তিনি সঙ্গে করে নিয়ে গিয়ে বসিয়ে দেবেন।বর্ধমান দুর্গাপুর আসানসোল এর তৃণমূল এর সেনাপতি জানান তারা সারা বছর মানুষের সঙ্গে থাকেন তাই তাদের সঙ্গে মানুষ থাকেন ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ