চরম উত্তেজনা দুর্গাপুর ভিরিঙ্গী এলাকার 277 বিধানসভার 82 নাম্বার বুথে । তৃণমূলের অভিযোগ বুথের বাইরে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করেন বিজেপি বিধায়ক লক্ষন ঘোড়ুই । এই অভিযোগকে কেন্দ্র করে পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষন ঘোড়ুই কে একপ্রকার এলাকা ছাড়া করে তুলল তৃণমূলের প্রাক্তন পৌরপিতা রামপ্রসাদ হালদার সহ তৃণমূল কর্মীরা। এই ঘটনা কে কেন্দ্র করে এলকা রণক্ষেত্রের রূপ নেয়।
বিজেপি বিধায়ক লক্ষন ঘোড়ুই বলেন য়ে তাদের এজেন্ট রাহুল সাহানিকে ঢুকতে বাধা দিলে তিনি আসেন বুথে এজেন্ট কে পৌঁছে দিতে কিন্তু তৃণমূল একপ্রকার ভয় পেয়ে তাকে ঘিরে বিক্ষোভ দেখায় ও তাঁকে একপ্রকার বের করে দেয়।
0 মন্তব্যসমূহ