BREAKING NEWS

6/recent/ticker-posts

ভোটের ময়দানে এবার বুদ্ধিজীবীদের গণমঞ্চ

ভোটযুদ্ধ তো চলছেই আর যত ভোট এগিয়ে আসছে ততই সমাজে মানুষের মধ্যে একটা আলোড়ন পড়ছে কারন গনতন্ত্রের সব থেকে বড় উৎসব বলে কথা । 
আর এবার তাই ভোটের ময়দানে বুদ্ধিজীবীদের একাংশ " দেশ বাঁচাও "নামক গনমঞ্চ এ নাটকের মাধ্যমে ও তাদের যুক্তিতে মানুষের কাছে পৌঁছে দিচ্ছে তাদের বক্তব্য ।
বামপন্থী সংগঠন এর সঙ্গে যুক্ত বর্ণালী মুখার্জী বলেন বিজেপির রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন করবার আগে সাভারকার বা গডসের মতো মানুষের কথা ভাবা উচিত । তিনি আরো আবেদন করেন য়ে রাজ্যবাসীকে কেন্দ্রে বিজেপি কে 150 এর মধ্যে আটকে রাখার জন্য তৃণমূলকে শক্তিশালী করার জন্য । এছাড়া বর্ণালী দেবী তার বক্তব্যে বলেন  ইডি, সিবিআই এর মতো কেন্দ্রীয় এজেন্সি গুলো আজ বিজেপির কাডারে পরিনত হয়েছে । তিনি বলেন তাই যেখানে য়ে শক্তি বিজেপি কে হারাতে পারবে সেই শক্তি কে সমর্থন করার কথা । সেক্ষেত্রে তৃণমূল কে রাজ্যে সমর্থন করার কথা বলেন তিনি ।  বুদ্ধিজীবীদের এই মঞ্চ 42 টা লোকসভার বিভিন্ন কেন্দ্রে যাচ্ছেন আর মঞ্চস্থ করছেন তাদের বক্তব্য । তাদের ভঙ্গিমাতে তারা কেন্দ্রীয় সরকারের এনআরসি, সিএএ, বিভিন্ন বিলের বিরুদ্ধেও  তাদের বক্তব্য রাখছেন এমন টাই বলেন অধ্যাপক বাবুল রায়।
 "মোদি হটাও দেশ বাঁচাও "স্লোগান কে সামনে রেখে এই বুদ্ধিজীবীদের মঞ্চ তৈরি হয়। শিক্ষা, নাটক, সাহিত্যিক, গায়ক, অধ্যাপক , বাম সংগঠনের নেত্রী বিভিন্ন সম্প্রদায় নিয়ে গঠিত এই মঞ্চ। এই গণমঞ্চ সদস্যদের মধ্যে রয়েছেন, বিখ্যাত অভিনেত্রী সুদেষ্ণা রায়, রাবীন্দ্রিক শিল্পগোষ্ঠী, বিশিষ্ট শিল্পী সৈকত মিত্র, অর্থনীতির অধ্যাপক প্রদীপ্ত গ্রহ ঠাকুরতা, কল্যান সেনগুপ্ত, বিশ্বনাথ চক্রবর্তী সহ বিশিষ্টজন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ