সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে সবাইকে চমকে দিয়ে আসানসোল এর বিজেপির প্রার্থী হলেন সুরিন্দর সিং আলুবলিহা । গত নির্বাচনে তিনি দুর্গাপুর বর্ধমান কেন্দ্র থেকে দাঁড়িয়ে জয়ী ঘোষিত হয়েছিলেন । এদিকে প্রথম য়ে বিজেপির প্রার্থীর নাম শোনা গেছিল তিনি ভোট ময়দান থেকে সরে দাঁড়ালে আসানসোল এর অতি পরিচিত মুখ জিতেন্দ্র তিওয়ারির নাম নিয়ে গুঞ্জন দেখা যায় বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় । এদিকে বেশ কিছু দিন ধরে জিতেন্দ্র বাবুর অনুগামীদের মধ্যেও একটা উৎসাহ লক্ষ্য করা যাচ্ছিল ।
কিন্তু এর সঙ্গে রাজ্যে রাজনীতিতে জিতেন্দ্র বাবুর নামের সঙ্গে NIA এর এসপি ও তার বৈঠক নিয়ে একটি অভিযোগ করে রাজ্যের শাসক দল তৃণমূল তাদের সুর তোলে । কখন তৃণমূল এর মুখপাত্র কুণাল ঘোষ আবার কখন মন্ত্রী প্রদীপ মজুমদার সহ বর্ধমান দুর্গাপুর এর তৃণমূল এর হেভিওয়েট নেতাদের মুখে জিতেন্দ্র তিওয়ারির প্রসঙ্গ । তার পরিপ্রেক্ষিতে জিতেন্দ্র তিওয়ারির তরফে সাতদিনের মধ্যে প্রমাণ দিতে বলা হয় ।
এদিকে জিতেন্দ্র বাবু কিন্তু তার এলাকার বিভিন্ন মন্দির থেকে, মেলা মেলা প্রাঙ্গণ ,অনুরাগীদের সামাজিক অনুষ্ঠান থেকে এলাকার মানুষের কাছে তার গতিবিধি বাড়িয়ে ছিলেন কিছুদিন যাবৎ য়া ছিল চোখে পড়ার মতো । কিন্তু সবাই কে চমকে দিয়ে আসানসোল এর প্রার্থী ঘোষিত হলেন সুরিন্দর সিং আলুবালীহা ।
0 মন্তব্যসমূহ