BREAKING NEWS

6/recent/ticker-posts

কংগ্রেস ও সিপিএম জোট প্রার্থী ? না শুধু মাত্র কংগ্রেস ও সিপিএম এর সঙ্গে আসন সমঝোতা ?

দুর্গাপুর এর কংগ্রেস ও সিপিএম নেতৃত্ব দের কথায় কংগ্রেস ও সিপিএম এর জোট প্রার্থী এই কথা টা ভুল । ডা: সুকৃতি ঘোষাল হলেন বামফ্রন্ট মনোনীত কংগ্রেস সমর্থিত সিপিএম প্রার্থী । আসলে বিষয় টি হলো আসন সমঝোতা তে কংগ্রেস সমর্থন করছে দুর্গাপুরের বামফ্রন্ট মনোনীত সিপিএম প্রার্থী ডা: সুকৃতি ঘোষাল কে । আর তাই কোন বিভ্রান্তি নয় । রাজ্যে তৃণমূল ও কেন্দ্রের বিজেপি সরকারের নীতির বিরুদ্ধে মানুষের অধিকার রক্ষার জন্য সিপিএম বা বলতে পারেন বামফ্রন্ট এর সঙ্গে আসন সমঝোতা করেছে কংগ্রেস, এমন কথায় জানালেন কংগ্রেস এর পশ্চিম বর্ধমান জেলা সভাপতি দেবেশ চক্রবর্তী । বেঙ্গল লেন্স কে একান্ত আলাপচারিতায় জানান মিডিয়ার কোথাও ভুল ব্যাখ্যা হচ্ছে, জোট সঙ্গী আর আসন সমঝোতার মধ্যে বিস্তর ফারাক রয়েছে । দেবেশ বাবুর বক্তব্য অনুয়ায়ী জোট সঙ্গী হলে  যৌথ ইস্তাহার এ তাদের দাবি দাওয়াগুলি প্রকাশ পেত । কিন্তু কংগ্রেস কোন যৌথ ইস্তাহার  প্রকাশ করেনি । কংগ্রেস দেশে তার নিজস্ব ইস্তাহার প্রকাশ করেছে ।  তাই এটা জোট বলা ভুল এটা আসন সমঝোতা । তিনি বলেন এক্ষেত্রে সিপিএম নেতৃত্বের সাথে তারা সব রকম সহযোগিতা করবেন আসন্ন লোকসভা নির্বাচনে। মানুষের অধিকার ,ন্যায় নীতির দাবিদাওয়া প্রতিস্থাপন এর পক্ষে এটা এক সঙ্গে পথ চলা ও সমর্থন এর অঙ্গীকার । 
বেঙ্গল লেন্স এর তরফে তাকে জিজ্ঞেস করা হয় তালে দুর্গাপুর এর বিভিন্ন দেওয়ালে কংগ্রেস সমর্থিত এই  শব্দ টি বেশ কিছু জায়গায় দেখা যাচ্ছে না কেন ? সেক্ষেত্রে কংগ্রেস এর এই সমর্থন এর বিষয়ে আপনার বক্তব্য ? 
এর উত্তরে দেবেশ বাবু জানান এই ব্যাপারটি আসানসোল এর ক্ষেত্রে একটু কম । কিন্তু দুর্গাপুরের কথা তিনি শুনেছেন আর সেই জন্য এই রকম অনেক ভুল ভ্রান্তি শুধরে নিয়ে এক সাথে কাজ করার জন্য য়ে কার্ডিনেশন কমিটি গঠন করা হয়েছে, সেই কমিটি তে ব্লক সভাপতিদের মাধ্যমে সিপিএম এর লোকাল অফিসে জানানো হবে এই রকম সমস্যার কথা । কংগ্রেসের জেলা সভাপতি দেবেশ বাবু জানান তারা এই নির্বাচনে সিপিএম এর সঙ্গে সব রকম সহযোগিতা করবেন । 
এই বিষয়ে নিয়ে বেঙ্গল লেন্স এর পক্ষ থেকে সিপিএম নেতা পঙ্কজ রায় সরকার কে প্রশ্ন করা হলে তিনি বেঙ্গল লেন্স কে জানান এটা আসন সমঝোতা । তৃণমূল ও বিজেপির বিরুদ্ধে একত্রে পথ চলা। কিন্তু সেক্ষেত্রে দুর্গাপুর এর বেশ কিছু দেওয়াল লিখনে কংগ্রেস সমর্থিত শব্দ টির উল্লেখ না থাকার কারন এর প্রশ্নের উত্তরে পঙ্কজ বাবু বলেন এখানে সেরকম কোন ইস্যু নেই । 
কিন্তু বেশ কয়েকটি দেওয়াল লিখন বলছে অন্য কথা। প্রসঙ্গত বলা ভালো বামফ্রন্ট মনোনীত কংগ্রেস সমর্থিত সিপিএম প্রার্থীর উদ্দেশ্য দেওয়াল লিখনে দেখা যাচ্ছে দুর্গাপুরের শিল্পের উপড়ে জোড় দেওয়া ও এলাকার বেকার ছেলে দের জন্য চাকরির দাবিতে তাদের এক সঙ্গে পথ চলা।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ