BREAKING NEWS

6/recent/ticker-posts

SIR নিয়ে পথসভায় "এলাকার হাল বেহাল" মন্তব্য নেতৃত্বের

নিজস্ব প্রতিনিধি,দুর্গাপুর, 9ই নভেম্বর 2025:- 'SIR' আবহে মানুষকে আশ্বস্ত করার জন্যে একটি পথসভার বক্তব্যে তৃণমূল নেতা স্বপন ব্যানার্জি বলেন যে দুর্গাপুরে সাগর ভাঙ্গা হাউসিং কলোনির অবস্থা বেহাল অবস্থায় আছে ঠিকমতন নিকাশি নালার পরিষ্কার করা হয়না অথচ বিভিন্ন সময়ে দেখা যায় যে নিকাশি নালা পরিষ্কার করার জন্য হাউসিং কলোনিতে বসবাসকারী বিভিন্ন্ কল কারখানার থেকে অবসরপ্রাপ্ত হতদরিদ্র মানুষগুলোর কাছ থেকে অর্থ আদায় করা হচ্ছে যার তিব্র প্রতিবাদ করেন তিনি। তৃণমূল নেতা স্বপন ব্যানার্জি বলেন তিনি জনগণের অতন্দ্র প্রহরী তিনি সব সময় এই বিষয়ে প্রতিবাদ জানাচ্ছেন। তিনি srmb কারখানার পলিউশন এর বিরুদ্ধে প্রতিবাদ করায় কিছু srmb এর দালালি করা ব্যক্তি তার প্রতি ক্রুদ্ধ। রাজনৈতিক মহলে প্রশ্ন স্বপন ব্যানার্জি তৃণমূল নেতা হয়ে অপর স্থানীয় কোন তৃণমূলের যুব নেতার দিকে আগুল তুললেন? একদিকে তৃণমূল নেতা স্বপন ব্যানার্জি যখন একটি নির্দিষ্ট এলাকার মানুষের সমর্থন নিয়ে বেসরকারী কারখানার উপর ক্রুদ্ধ এলাকা বাসীকে নিয়ে প্রতিবাদ করছেন,তখন কী অপর দিকে এলাকারই কোন যুব নেতা কোম্পানির csr প্রজেক্ট কে এলাকাবাসীর কাছে পৌঁছে ব্যালেন্সের রাজনীতি করছে এই সব বিভিন্ন প্রস্ন ঘুরপাক করলো আজকে তৃণমূল নেতা স্বপন ব্যানার্জির বক্তব্যে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ