BREAKING NEWS

6/recent/ticker-posts

ভূমি রক্ষা কমিটির অঙ্গীকার

সন্দীপ ভট্টাচার্য, দুর্গাপুর, ৩১শে আগষ্ট ২০২৫ :-
 "কর্মই হোক পরম ধর্ম " এই আদর্শ কে সামনে নিয়ে যাবতীয় কর্ম কাণ্ডের ব্রতী এলাকার কিছু যুবক। যার নেতৃত্বে রয়েছেন গোপালমাঠের ভূমিপুত্র বলে খ্যাত ধ্রুবজ্যোতি মুখার্জী আর তাঁদের লড়াই য়ে ব্যানারে সেই "ভূমি রক্ষা কমিটির " পরিচালনায় এবং লায়ন্স ক্লাব দুর্গাপুরের সক্রিয় সহযোগিতায়, আজ ৩১শে আগস্ট ২০২৫ তারিখে এলাকার সাধারণ মানুষদের জন্য এক সম্পূর্ণ বিনামূল্যের চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়েছিল।
এই শিবিরের আয়োজন করা হয়েছিল দুর্গাপুর পুরসভার অন্তর্গত ৩৫ নম্বর ওয়ার্ডের গোপালমাঠে ভূমি রক্ষা কমিটির কার্যালয়ে। 
আজকের এই শিবিরে প্রায় 76 জন সাধারণ মানুষের চক্ষু পরীক্ষা করা হয়,যাদের মধ্যে আগামীতে ১৭ জনের সম্পূর্ণ বিনামূল্যে ছানি অপারেশন করানো হবে বলেও জানা যায় আয়োজক দের তরফে। আজ প্রায় ১২ জন মানুষকে সম্পূর্ণ বিনামূল্যে চশমাও প্রদান করা হয় এই শিবির থেকে বলে জানা যায়। 
এই শিবিরে উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাব দুর্গাপুরের ভাইস প্রেসিডেন্ট মাননীয় রণজিৎ চৌধুরী, উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ রাজ্য প্রতিবন্ধি সম্মিলনীর দুর্গাপুর শাখার সম্পাদক মাননীয় গৌতম ঘোষ সমেত এলাকার বহু বিশিষ্ট মানুষ জন বলে জানান ধ্রুবজ্যোতি মুখার্জী ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ