BREAKING NEWS

6/recent/ticker-posts

অন্ডাল এয়ারপোর্টে আগ্নেয়াস্ত্র সহ ধৃত দুই

বীরভূম জেলার সিউড়ি থানার সাজানোপল্লী থেকে আগত দুই যাত্রী বৃহস্পতিবার অন্ডাল বিমানবন্দর এ মুম্বাই যাবার বিমান এর উদ্দেশ্যে এলে বিমানবন্দর কর্তৃপক্ষ এর হাতে আগ্নেয়াস্ত্র সহ ধরা পড়েন। ধৃত দুই ব্যক্তি পরস্পর আত্মীয় বলে প্রাথমিক ভাবে জানা গেলেও পুলিশি তদন্তে বিস্তারিত জানা যাবে বলে অনুমান। আপাতত আটক দুই ব্যাক্তির নাম সাজেদ সুলেমন মল্লিক ও মোহম্মদ ইকবাল নামের দুই যাত্রী। ওনাদের সঙ্গে চারটি লাগেজ ছিলো যার মধ্যে থেকে একটি দেশি পিস্তল ও ছয় রাউন্ড কার্তুজ উদ্ধার হলে এই দুই যাত্রী কে জিজ্ঞাসা বাদ করার জন্যে অন্ডাল থানায় আনা হয়। বিমানবন্দর কর্তৃপক্ষ এই দুই ধৃত যাত্রীকে পুলিশের হাতে তুলে দেয়।এই ঘটনায় বিমানবন্দর এ সাময়িক চঞ্চল্য ছড়িয়ে পরলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ