BREAKING NEWS

6/recent/ticker-posts

শীতঘুম ভেঙে প্রশাসন সক্রিয়

সায়ন ভান্ডারী,রামপুরহাট -
শীতঘুম ভেঙে প্রশাসন এর কর্তাদের দেখা মিলেছে পথে ঘাটে। কারন এখন রাজ্যজুরেই চলছে কর্মকর্তা দের ছুটো ছুটি আর তার ব্যাতিক্রম নেই বীরভূমের রামপুরহাট। মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেই রাজ্যের বিভিন্ন জায়গায় চলছে প্রশাসনিক তৎপরতা আর সেই রকমই রামপুরহাট এর সবজি বাজারে দেখা গেল বীরভূম ডিসট্রিক এনফোর্সমেন্ট ব্রাঞ্চ এর অফিসার দের।  কদিন আগেই শহর এবং জেলায় চড়তে শুরু করে সবজির দাম পাল্লা দিয়ে বেড়েছে আলু পেঁয়াজের মত নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম, আর লাগাম ছাড়া সেই দামে সবজি কিনতে গিয়ে রোজ হাত পুড়ছে মধ্যবিত্ত গৃহস্তের আর এই বিষয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রাসনিক বৈঠক থেকে তার আসন্তোষ প্রকাস পেতেই নড়েচড়ে বসে দপ্তর গুলি। সাধারণ মানুষের প্রশ্ন এতদিন কেন নিয়মিত দেখা যায়নি এই সংশ্লিষ্ট দপ্তর এর? আজকের এই নজরদারির পরে কি সব আবার ঘুমের দেশে না নিয়মিত হবে এই নজরদারি?গতকাল শুক্রবার রামপুরহাট পৌরসভার হাটতলার সবজি বাজারে ও মাছ বাজারে ডিস্ট্রিক্ট ইনফোর্সমেন্ট আধিকারিকরা পৌঁছালে সেখানে সবজি থেকে শুরু করে বিভিন্ন জিনিসপত্রের দাম সঠিক ভাবে নেয়া হচ্ছে কিনা সেই বিষয়টি দেখেন ও ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন। এনফোর্সমেন্ট দপ্তরের বিশ্বজিৎ দত্ত মহাশয়ের সঙ্গে থাকা নির্দিষ্ট দপ্তরের এক আধিকারিক সংবাদ মাধ্যমে জানান মোটের উপর তারা সেরকম কিছু দেখতে না পেলেও কয়েকজন কে সতর্ক করেছেন ও ভবিষ্যতেও তাঁদের নজর থাকবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ