সায়ন ভান্ডারী, রামপুরহাট -
মল্লারপুর থানা এলাকার রাস্তার উপরে দীর্ঘদিন ধরেই দুর্ঘটনার অভিযোগ আর সেই কারনে গ্রামবাসীরা থানায় কিছুদিন আগেই অভিযোগ দায়ের করেছিলেন পুলিশি বেরিকেট ও সিভিক ভোলিন্টিয়ার এর দাবীতে এমনি দাবী করছেন মোহাম্মদ আলী। আর আজ সাত সকালেই মল্লারপুরের রাস্তায় আবারো ঘটে পথ দুর্ঘটনা, আর এই পথ দুর্ঘটনাকে কেন্দ্র করে প্রায় ঘন্টা খানেক রাস্তার ওপর টায়ার জ্বালিয়ে পথ অবরোধ করে বিক্ষোভ দেখালো এলাকাবাসীরা। স্থানীয় সূত্রে জানা যায় শনিবার সকাল সাতটা নাগাদ জামালপুরের দিক থেকে মল্লারপুর হাসপাতাল আসছিল এক সাইকেল আরোহী যার নাম মদন গোপাল বলে জানা যায়। আর তিনি জামালপুর গ্রামীণ রাস্তা থেকে সাঁইথিয়া মল্লারপুর রাজ্য সড়ক উঠতেই এক টাটাসুমো এসে সেই সাইকেল আরোহীকে সজোরে ধাক্কা মারে। আর ঘটনাস্থলেই গুরুতরভাবে জখম হয়ে পড়ে ওই সাইকেল আরোহী, স্থানীয়রা দাবি করছে ওই সাইকেল আরোহীর প্রচন্ড আঘাত পাওয়ার। তাই এই ঘটনাকে কেন্দ্র করে শনিবার সকাল ৭:১৫ থেকে ৮:৩০ পর্যন্ত সাঁইথিয়া মল্লারপুর রাজ্য সড়কের উপর মল্লারপুর থানার সংলগ্ন রাস্তার ওপরে টায়ার জ্বালিয়ে প্রতিবাদে বিক্ষোভ দেখালো স্থানীয় এলাকাবাসীরা। পরবর্তীতে ঘটনাস্থলে আছে মল্লারপুর থানার পুলিশ প্রশাসন ও মল্লারপুর থানার পুলিশ প্রশাসনের আশ্বাসে প্রায় ঘন্টাখানেক পর ওঠে পথ অবরোধ। পাশাপাশি ওই আহত ব্যক্তিকে চিকিৎসার জন্য মল্লারপুর ব্লক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে বলেও জানা যায়।
0 মন্তব্যসমূহ