25 শে মে 2024 রাজ্যের ষষ্ঠ দফা নির্বাচনে বহু চর্চিত কেন্দ্র গুলির মধ্যে পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার বিষ্ণুপুর(এস, সি) লোকসভা আসনটি সংবাদের শিরোনামে । এই ষষ্ঠ দফা নির্বাচনের পশ্চিমবঙ্গের অন্যান্য কেন্দ্র গুলোর মতোই ভোট গ্রহণ চলছে বাঁকুড়া জেলার বড়জোড়া ব্লকের বড়জোড়া উচ্চ বিদ্যালয়ে। যেখানে ডিসি,আর,সি কেন্দ্র ও বিষ্ণুপুর(এস, সি) লোকসভা আসনের তৃণমূল প্রার্থী সুজাতা মন্ডল এর ভোট গ্রহণ কেন্দ্র য়া মহিলা পরিচালিত, আর তাই এই ভোটগ্রহন কেন্দ্রের গুরুত্ব ও যথেষ্ঠ। 

এই কেন্দ্রের নিয়ম নীতি আর নিরাপত্তাও অন্যান্য কেন্দ্রের থেকে একটু আলাদা থাকারই কথা কিন্তু ছবি কি অন্য কথা বলছে ? যেখানে সব সময় কুইক একশন টিম এর কর্মব্যস্ততা ও অন্যান্য ভোটগ্রহন কেন্দ্রগুলোর পরিচালনার একটা কর্মকান্ড হয়ে থাকে সেখানে কি একটু অন্য ছবি দেখা গেল ? প্রশ্ন কি উঠছে ? সকালে স্থানীয় বিধায়ক অলোক মুখার্জির মোবাইল ফোন নিয়ে ভোট গ্রহণ কেন্দ্রে প্রবেশকে আটকানোর বিষয়ে কেন্দ্রীয় বাহিনীর উপর অসন্তোষ প্রকাশ করে সংবাদ শিরোনামে দেখা গেলেও বেলা একটু বাড়তেই ছবি টা অন্য রকম ।

কিন্তু ভোট হয়েছে শান্তিতে কারন কোন প্রতিবাদ বা অভিযোগ এই সংক্রান্ত কোন বিষয়ে বিরোধী দলের এজেন্ট বা কর্মীদের কাছ থেকে আসেনি বলেই শোনা যায় । কিন্তু ভোট দিতে আসা সাধারন ভোটারদের চোখে একটু অস্বস্তি কি লক্ষনীয় ?

প্রশ্ন উঠছে বিরোধী দলের কর্মী থেকে নেতৃত্ব তাদের সাংগঠনিক কাঠামোর উপর ? তাহলে কি কোথাও ওয়াক ওভার দেবার মতো পরিস্থিতি? বিরোধী দলের পদ্ম শিবির হোক বা ইন্ডিয়া জোটের প্রার্থী কোথাও কি শাসক দলের কর্মী বা সংগঠনের থেকে বিরোধীদের দলীয় সংগঠন পিছিয়ে রয়েছে ? প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে । 
কিন্তু দিনের শেষে একটায় কথা সাধারন মানুষের মুখে ভোট মিটল অবাধ ও শান্তিপূর্ণ ভাবে য়া স্বস্তির বাতাবরণ বয়ে নিয়ে এল গনতন্ত্রের শ্রেষ্ঠ উৎসবে ।
চোখ রাখুন পরবর্তী প্রতিবেদনে
"ছবিও কথা বলে"
0 মন্তব্যসমূহ