13ই মে 2024 - ভোট শেষ হতে আর কিছুক্ষণের অপেক্ষা কিন্তু এর মধ্যে বিক্ষিপ্ত ঘটনা ঘটল বীরভূমের রামপুরহাটের কিছু এলাকায় । ভোটের শেষ লগ্নে 1 নাম্বার ওয়ার্ডের 92 নাম্বার বুথ এবং 113 নাম্বার বুথের আজ সকাল দু একটি বিক্ষিপ্ত ঘটনা ছাড়া থেকে বীরভূমের রামপুরহাট সহ বীরভূম জেলায় মোটের উপর শান্তিতেই ভোট গ্রহন পর্ব চলে । আর এরকমই একটি বিক্ষিপ্ত ঘটনার সাক্ষী রামপুরহাটের 1 নাম্বার ওয়ার্ড এর শ্রীফলার 92 নাম্বার বুথে ।
বিজেপির তরফ থেকে বিজেপির নগর সভাপতি সুরজিৎ সরকার এবং আক্রান্ত ও অভিযোগকারী নয়ন মাহাড়া বিজেপির পোলিং এজেন্ট বলেন য়ে তাদের পোলিং এজেন্ট নয়ন মাহারা কে তৃণমূল কর্মী বলে পরিচিত ডেভিড মুনসুরি নামক এক ব্যক্তি আক্রমণ করেন । এই ঘটনাকে কেন্দ্র করে সাময়িক ভাবে এলাকায় চাঞ্চল্য দেখা যায় । ঘটনাস্থলে পুলিশের অফিসার এসে পৌঁছালে বিজেপির নগর সভাপতি সুরজিৎ সরকার পুলিশ প্রশাসনের কাছে অভিযুক্ত ব্যক্তির গ্রেফতারি ও শাস্তির দাবি করে । 
বিজেপি নগর সভাপতি তাদের দলের পোলিং এজেন্টের উপর এই আক্রমনের বিষয়ে তার ক্ষোভ প্রকাশ করেন । বীরভূমের আরো একটি ঘটনা সামনে আসে 113 নাম্বার বুথের লালমনি বিবি
অভিযোগ করেন য়ে তিনি ভোট দিতে এসে জানতে পারেন য়ে ওনার ভোট কেউ দিয়ে দিয়েছেন এর পরে তিনি সংশ্লিষ্ট বুথের প্রিজাইডিং অফিসারকে জানানোর পড়ে তার নাগরিক অধিকার প্রয়োগের জন্য ও নিজের ভোট দানের অধিকার রক্ষার জন্য দীর্ঘ সময় বুথের বাইরে দাঁড়িয়ে থাকেন । ভোট সকাল থেকে নির্দিষ্ট সময়ে শুরু হলেও বিকেল 4 টে অব্দি লালমনি বিবি তার নাগরিক অধিকার প্রয়োগের দাবি নিয়ে বুথের বাইরে দাঁড়িয়ে থাকতে দেখা যায় ।

0 মন্তব্যসমূহ