BREAKING NEWS

6/recent/ticker-posts

মিষ্টি হাতে স্বাগত জানালেন এলাকাবাসী

নিজস্ব প্রতিনিধি, আসানসোল, 10ই নভেম্বর 2025:- আসানসোল দক্ষিণ বিধানসভার ৮৭ নম্বর ওয়ার্ডের 227 নম্বর বুথ ব্রাহ্মণ পাড়া এলাকার বিধায়িকা অগ্নিমিত্রা পল কে এলাকায় দেখা মাত্র হাতে মিষ্টির প্যাকেট নিয়ে সাধারণ মানুষ এগিয়ে এলেন। কিছু মানুষের  উপস্থিতিতে তাঁদের বক্তব্য ' দিদি আপনাকে পাঁচ বছর পর দেখতে পেলাম এটাতে আমরা ধন্য তাই আপনাকে মিষ্টিমুখ করাতে চায় ' স্বভাবতই এরকম পরিস্থিতিতে অস্বস্তিতে পড়ে যান বিধায়িকা অগ্নিমিত্রা পল । এই রকমই ছবি সমাজ মাধ্যমে এখন ঘুরছে। (ভিডিও বা বক্তব্যের সত্যতা যাচাই করেনি বেঙ্গল লেন্স)  বিধায়িকা এলাকায় গিয়ে কিছু মানুষের সাথে জন সংযোগের মাঝে একদল মানুষ প্রস্ন করেন বিধায়িকার অফিস কোথায় ? কোথায় গেলে তারা তাদের বিধায়িকার সাথে দেখা পাবেন আর তাদের আরো প্রশ্ন শোনা যায় যে এই এলাকার জন্য আপনি কি কি কাজ করেছেন সেটা যদি একটু বলেন স্বভাবতই বিধায়িকা অগ্নিমিত্রা ফল যথেষ্ট অস্বস্তিতে পড়ে যান এবং তিনি উত্তরে বলেন যে তার ফোন নাম্বার এলাকার যেকোনো রিক্সা চালক থেকে পুলিস প্রশাসন, সামাজিক মাধ্যম স্কুল কলেজ সব জায়গাতেই বিদ্যমান আপনারা চাইলেই আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারবেন দয়া করে তুচ্ছ রাজনীতি করবেন না ।  কিন্তু যে প্রশ্ন বারবার ওঠে বিভিন্ন সময়ে যে বিধায়ক বা বিধায়িকারা  ভোটের পর কি এলাকার সাধারণ মানুষের সাথে সারা বছর জনসংযোগে থাকেন ?  না তারা শুধুই মাত্র ভোটের সময় দেখা দেন ? প্রস্ন এখানে আরো আজ বিধায়ীকাকে যে প্রশ্ন শুনতে হচ্ছে সেক্ষেত্রে কি দলের কর্মীরা সাধারণ মানুষ তথা এলাকায় মানুষের কথা বিধায়ীকার কাছে পৌঁছাচ্ছেন না ? প্রস্ন আজ যখন বিধায়ীকা কে এরকম প্রশ্ন করছে তখন সাংগঠনিক কী কোন ফাঁকফোকর রয়ে গেছে ? আর এই সুযোগ হাতছাড়া না করে তৃণমূলের জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী বলেন ' এটাই বিজেপির কালচার মানুষকে ভুল বুঝিয়ে ধাপ্পা দিয়ে ভোট নিয়ে উধাও হয়ে যাওয়া শুধু আসানসোল দক্ষিণ বিধানসভা কেন কুলটির বিধায়ক অজয় পোদ্দার কেউ তো দেখা যায় না তার এলাকায়। বাসিন্দারা যদি জিজ্ঞেস করেন যে তার বিধায়ক অফিস কোথায় এই প্রশ্ন কি খুব অযৌক্তিক' এমনই মন্তব্য তৃণমূলের জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তীর।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ