২৫ শে সেপ্টেম্বর ২০২৬, দুর্গাপুর :- পুজোর আনন্দের আগে মর্মান্তিক দুর্ঘটনা। দুর্গাপুরের মায়াবাজারে এএসপি কারখানার স্টক ওয়ার্ডে ঘটলো ভয়াবহ দুর্ঘটনা। সকালবেলায় কাজ চলছিল হঠাৎই ক্রেনের তার ছিঁড়ে মাথার উপর ভেঙে পড়লো ভারী মাল। মুহূর্তের মধ্যে থেমে গেল ৪২ বছরের অস্থায়ী শ্রমিক আকাশ মণ্ডলের প্রাণ। চোখের সামনে এমন ভয়ঙ্কর ঘটনায় প্রথমে কেউ টুঁ শব্দটিও করেনি, ঘণ্টার পর ঘণ্টা পড়ে রইলো দেহ। অবশেষে দুর্গাপুর থানার পুলিশ এসে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। ক্ষতিপূরণ আর নিরাপত্তার দাবিতে ক্ষোভে ফুঁসছে সহকর্মীরা ও স্থানীয় বাসিন্দারা। দুর্গাপুর শিল্পাঞ্চলের বুক চিরে আবারও উঠছে প্রশ্ন শ্রমিকের জীবন কি তবে এতই সস্তা? মৃতদেহ প্রথমে গান্ধী মোড়ের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। তারপর দেহ নিয়ে যাওয়া হয় দুর্গাপুর মহকুমা হাসপাতালে।
0 মন্তব্যসমূহ