BREAKING NEWS

6/recent/ticker-posts

আগুনের হাত থেকে রক্ষা

অভি ভট্টাচার্য, দুর্গাপুর :- বৃহস্পতিবার রাতে পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরের ধান্দাবাগে একটি বাড়িতে আগুন লাগে। ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন ও দুর্গাপুর থানার পুলিশ পৌঁছায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে ধান্দাবাগে জনৈক সন্দেশ মাহাতো নামের এক ব্যক্তি দুই সন্তান কে বাড়িতে রেখে স্বামী স্ত্রী মিলে বাজারে যান। হঠাৎ বন্ধুদের কাছ থেকে খবর পান বাড়িতে আগুন লেগেছে। ক্ষতিগ্রস্থ পরিবারের প্রতিবেশী ও বন্ধুরা তার দুই সন্তানকে বাড়ি থেকে বের করে নেন। জল দিয়ে আগুন নেভাতে থাকেন। ঘটনাস্থলে পৌছায় দমকলের একটি ইঞ্জিন ও দুর্গাপুর থানার পুলিশ। দমকল বিভাগের পক্ষে প্রাথমিক অনুমান পূজার প্রদীপ থেকে আগুন ধরে যায়। হতাহতের কোন খবর নেই। এলাকাবাসীদের তৎপরতায় তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি। কিন্তু এই ঘটনায় এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ