BREAKING NEWS

6/recent/ticker-posts

দিনভর শতাব্দী জেলার জন সাধারনের মাঝে

সন্দীপ ভট্টাচার্য, বীরভূম, ৩১শে আগষ্ট ২০২৫:-  দলের গুরুত্বপূর্ণ ও নির্ভরযোগ্য সাংসদ থেকে থেকে দলের ডেপুটি দলনেতা পদে মনোনীত হওয়া। আর আজ ৩১ শে আগষ্ট বীরভূমের কোর কমিটির মিটিং এর পড়েই আজ সারাদিন ধরে মাননীয়া সাংসদ এর বিভিন্ন কর্মসূচি হলো বীরভূম জেলার জন সাধারণ মানুষের মাঝে একদিকে বীরভূমের নেতা কর্মীদের থেকে অভিনন্দন ও সম্বর্ধনা অনুষ্ঠান এ তিনি আপ্লুত হয়ে পড়েন। এবং তাঁদের প্ৰিয় সাংসদ য়ে লোকসভায় দলের ডেপুটি দলনেতার পদে আসীন তাতে স্বভাবতই খুশি বীরভূমের কোর কমিটি থেকে তার কর্মী ও অনুগামীরা।  এর পড়েই সাধারণ গ্রন্থাগার দিবসে পদযাত্রায় অংশগ্রহণ মাননীয়া সাংসদ এবং সেই সঙ্গে  সিউড়ি ১ নাম্বার ব্লক তিলপাড়া অঞ্চলের বাঁশজোর গ্রামে পাকা রাস্তা থেকে হাই মাস্ট লাইট এর উদ্বোধন। একজন সাংসদ হিসাবে জেলার সমস্যার কথা তুলে ধরা থেকে জেলার বিভিন্ন কর্মকান্ডে নিজেকে তুলে ধরা এককথায় তিনি বীরভূমের একজন সর্ব সময়ের সাংসদ হিসাবে নিজেকে প্রমান করেছেন। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ