অভি ভট্টাচার্য, দুর্গাপুর :- অন্ডাল কাজী নজরুল ইসলাম বিমানবন্দরে রাজ্যের আইন মন্ত্রী মলয় ঘটক, পশ্চিমবঙ্গ এর রাজ্যপাল সি, ভি, আনন্দ বোস ও রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু । ধানবাদ সফরের জন্য রাষ্ট্রপতির বিমান অন্ডাল বিমান বন্দরে এলে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করেন রাজ্যপাল তার পরে দুর্গাপুর বেনাচিতি বাজারের ফল ও সবজী বাজার ঘুরে দেখলেন। বিক্রেতা দের সঙ্গে কথাও বলেন। সাধারণ মানুষকে চকলেট উপহারও দিলেন। বিক্রেতা ও সাধারণ মানুষের সাথে কথা বললেন আর সাধারণ মানুষ এতে আপ্লুত । তিনি বললেন সরাসরি মানুষের সঙ্গে কথা বললে বাজার বিষয়ে ও সাধারণ মানুষের চিন্তা ভাবনার বিষয়ে ধারণা যায়। তাই আমি সরাসরি বাজারে এসে সবার সঙ্গে কথা বললাম। তিনি বলেন রাজভবন এর সাথে সাধারণ মানুষের নিবিড় সম্পর্ক গড়ে তোলা দরকার। রাজ্যপালের এরকম সাধারণ মানুষের কাছাকাছি আসা তে সমাজের মধ্যে একটি সুন্দর বার্তা দিয়ে গেলেন তিনি।
0 মন্তব্যসমূহ